অনলাইন এক ক্লাউট স্টোরেজের ডাটা অন্য ক্লাউট স্টোরেজে ট্র্যান্সফার করা
অনলাইনে তথ্য সংরক্ষনের বিভিন্ন ক্লাউট স্টোরেজ সাইট রয়েছে এগুলো মধ্যে গুগল ড্রাইভ, স্কাই ড্রাইভ, ড্রপবক্স, বক্স, সুগার সিঙ্ক ইত্যাদি। এছাড়াও নিজস্ব ওয়েবাসইটেও তথ্য সংরক্ষণ করে রাখা যায়। এসকল সাইট থেকে অন্য সাইটে তথ্যগুলো (ফাইল/ফোল্ডার) ট্র্যান্সফার করতে হলে কম্পিউটারে ডাউনলোড করে আপলোড করতে হয়।