ওয়ার্ডপ্রেস ব্লগের লেখা প্রিন্ট মোডে দেখা
জনপ্রিয় ব্লগিং সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। যারা নিজস্ব হোস্টে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছেন তারা চাইলে ইচ্ছামত পরিবর্তন করতে পারেন। ব্যাবহারকারীরা অনেক সময় ব্লগের লেখা প্রিন্ট করতে চাই, তারা সাধারণত File > Print গিয়ে প্রিন্ট করে ফলে সাইটের মূল লেখা ছাড়াও হেডার, ফুডার, সাইডবার ইত্যাদি প্রিন্ট হয়।