ক্যাসপারস্কি ২০১৩ এর সাথে ৯০ দিনের লাইসেন্স ফ্রি
ক্যাসপারস্কি তাদের ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর টেকনোলজি প্রিভিউ (বিটা) অবমুক্ত করেছে। পরীৰামূলক নতুন এই সংস্করণের সাথে দিচ্ছে ৯০ দিনের লাইসেন্স (
ট্রায়াল)। ফলে যে কেউ ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ইনস্টল করে ৯০ দিন ব্যবহার করতে পারবেন। সাধারণত ট্রায়াল সংষ্করণ ৩০ দিনের হয়।
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩
http://www.softpedia.com/get/Antivirus/Kaspersky-Internet-Security.shtml থেকে ডাউনলোড করা যাবে। এন্টিভাইরাসটি ইনস্টল করে ট্রায়াল সক্রিয় করলেই ৯০ দিনের লাইসেন্স পাওয়া যাবে। খুর শিগগিরই পূর্ণ সংস্করণ অবমুক্ত করবে ক্যাসপারস্কি।