ড্রপবক্সে ২-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করা
অনলাইনে তথ্য সংরৰণের জনপ্রিয় সাইট হচ্ছে ড্রপবক্স। নিরাপত্তার কথা মাথায় রেখে ড্রাপবক্স লগইনের ৰেত্রে ২-স্টেপ ভেরিফিকেশন সুবিধা দিয়েছে ফলে পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও কেউ ড্রপবক্সে লগইন করতে পারবে না। এটা অনেকটা গুগলের ২-স্টেপ ভেরিফিকেশনের মতই।